আনসার মোতায়েনর জন্য প্রত্যাশী সংস্থাকে একটি আবেদন করতে হয়। অত্রবিহীত আনসার সদস্যের প্রয়োজন হলে ন্যূনতম ৪ জনের জন্য এবং অস্ত্রসহ প্রয়োজন হলে ন্যূনতম ১০জনের জন্য আবেদন করতে হবে। মোতায়েনকৃত আনসার সদস্যের ভাতাদি সরকারী নির্ধারিত হারে প্রত্যাশী সংস্থা কর্তৃক প্রদান করতে হয়।
সেবা সমুহঃ আনসার ভিডিপি একটি প্রশিক্ষণধর্মী সংগঠন। পস্নাটুনভুক্ত সদস্য-সদস্যাদের সাধারণ আনসার/ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়। (মটর ড্রাইভিং, মোবাইলফোন মেরামত, গামেন্টস) বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে আনসার অঙ্গীভুতকরন। সেচ্ছাসেবী সংগঠন হিসেবে জেলা/উপজেলা প্রশাসন এর আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগীতা করা।
কি ভাবে সেবা পাবেনঃ
প্রশিক্ষণঃ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ ইউনিয়ন/উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাধ্যমে উপজেলা কোটা মোতাবেক নড়াইল জেলা/আনসার ভিডিপি একাডেমী/ভিটিসি গাজীপুরে তাদের এ সকল প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে ।
আনসার প্যানেলঃ আনসার ও ভিডিপি সদর দপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্য-সদস্যাদের প্যানেল তালিকা তৈরী করার অনুমোদন প্রাপ্তির পর রেঞ্জ কার্যালয়ের প্রতিনিধির উপস্থিতে জেলা কমান্ড্যান্ট আনসার অঙ্গীভুত নীতিমালা মোতাবেক প্যানেল তালিকা প্রস্ত্তত করে সদর দপ্তরে প্রেরন করা হয় ।
নতুন গার্ডে আনসার অঙ্গীভুতকরনঃ বিভিন্ন সরকারী এবং বেসরকারী সংস্থার চাহিদার ভিত্তিতে প্যানেলভুক্ত আনসারদের সদর দপ্তরের অনুমোদনের প্রেক্ষেতে অঙ্গীভুত নীতিমালা মোতাবেক নতুন গার্ডে আনসার অঙ্গীভুত করা হয়ে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS